কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেইজিং শীতকালীন অলিম্পিক ও প্রসঙ্গ কথা

জাগো নিউজ ২৪ আলিমুল হক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৩

ব্যাহন পিয়ে দ্য কুব্যাখ্তা (Baron Pierre de Coubertin)। ফরাসি ভাষায় তার নামের উচ্চারণ অনেকটা এমনই। কিন্তু তাকে আমরা ছোটবেলা থেকে চিনে এসেছি ব্যারন পিয়েরে দ্য কুবের্তা নামেই। ফরাসি নামের ইংরেজিকরণ আরকি! হ্যাঁ, এই ফরাসি শিক্ষাবিদ ও ইতিহাসবিদকেই আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাতা হিসেবে জেনে এসেছি। অথচ তিনি আইওসি-র একমাত্র প্রতিষ্ঠাতা ছিলেন না। তার সঙ্গে আইওসি’র সহ-প্রতিষ্ঠাতা ছিলেন দেমেত্রিয়োস ভিকেলাস (Demetrios Vikelas)। এই গ্রিক ব্যবসায়ী ও লেখক আইওসি’র প্রথম প্রেসিডেন্টও ছিলেন (১৮৯৪ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও