![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567604582.jpg&path=/uploads/news/2022/Feb/02/1643811087784.jpg&width=600&height=315&top=271)
বাগদান সারলেন দেবলিনা
বার্তা২৪
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:১০
প্রেমের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য। দীর্ঘদিনের প্রেমিক বিশাল সিংয়ের সঙ্গে বাগদানের কাজটি সেরে ফেললেন দেবলিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিক বিশালের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন দেবলিনা ভট্টাচার্য।