মার্কিন নিষেধাজ্ঞা: সরকার কী হারালো আর বিএনপি কী পেলো
যদিও বিষয়টি পুরনো হয়ে গেছে, তবু এ নিয়ে দেশের রাজনীতি এখনও সরগরম, বিশেষ করে বিরোধী রাজনীতি। প্রত্যেক বিরোধী রাজনীতিবিদই প্রতিদিন বলার চেষ্টা করছেন যে এখানেই শেষ নয়, আরও আছে। আর সরকার প্রথম কিছু দিন এ বিষয়ে বক্তৃতা-বিবৃতি দিলেও এখন বিষয়টি নিয়ে একদমই আলোচনা করছে না।
পাঠক এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের এলিট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাব-এর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে বিষয়টি নিয়েই আলোচনা করতে চাইছি। আলোচনার শুরুতে আমাদের এ বিষয়টি মনে রাখা জরুরি যে সরকারের বয়স ১৪ বছর এবং আরেকটি নির্বাচন প্রায় আসন্ন। এমতাবস্থায় দেশে সরকারবিরোধী রাজনীতিকে চাঙা রাখা সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। আর সে কারণেই এই নিষেধাজ্ঞা নিয়ে আরও অনেক দিন আলোচনা চলবে।