চিকেন স্টু তৈরি করুন ঘরেই
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫১
চিকেনের হরেক রকম পদ সবাই প্রতিদিনই কমবেশি খান। চিকেন কারি থেকে শুরু করে, পাস্তা, চাউমিন, স্যুপসহ বিভিন্ন পদ তৈরিতে ব্যবহৃত হয় মুরগির মাংস। তবে কখনো কি চিকেন স্ট্যু খেয়েছেন? এটি খুবই স্বাস্থ্যকর একটি পদ।
বিশেষ করে যারা ওজন কমাতে চান, তারা এই স্ট্যু খেতে পারেন। কারণ এটি তৈরিতে মাংসের পাশাপাশি থাকে বিভিন্ন শাক-সবজি। পুষ্টিতে ভরপুর চিকেন স্টু শরীরে প্রোটিনের ঘাটতি মেটায়। পাশাপাশি বিভিন্ন সবজিতে থাকা পুষ্টিগুণও স্বাস্থ্যের উন্নতি ঘটায়। চলুন তবে জেনে নিন কীভঅবে তৈরি করবেন চিকেন স্টু। রইলো রেসিপি
- ট্যাগ:
- লাইফ
- স্যুপ রেসিপি
- চাইনিজ স্যুপ
- চিকেন সুপ