কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুধু বাগাড়ম্বরেই দুর্নীতি কমে না

সমকাল হাফিজ উদ্দিন খান প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১০:০১

বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতার চিত্র উঠে এসেছে দুর্নীতির ধারণা সূচকে। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১' প্রতিবেদনে যে তথ্য পাওয়া গেল, তা দুর্নীতি নির্মূলে সরকারের অঙ্গীকার-প্রত্যয়ের বিপরীত। দুর্নীতির ধারণা সূচকে এবারও বাংলাদেশের স্কোর ২৬। দেখা যাচ্ছে, একই স্কোর বাংলাদেশ পেয়ে আসছে বিগত চার বছর ধরে। টিআইর প্রতিবেদনে বলা হয়েছে, এবার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ এগিয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। এই তথ্য বিশ্নেষণে বলা যায়, বাংলাদেশ দুর্নীতির চক্রে ঘুরপাক খাচ্ছে। এ কথা বলার অবকাশ নেই- দুর্নীতি দমনের ক্ষেত্রে সরকারের অঙ্গীকার-প্রত্যয়ের সুফল মিলছে।


দুর্নীতি সমাজের অন্যতম ব্যাধি। সরকারের অনমনীয় অবস্থান তো বটেই, একই সঙ্গে যারা আইন প্রয়োগসহ সমাজে শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত, তাদের যূথবদ্ধ নির্মোহ অবস্থান ভিন্ন এ থেকে পরিত্রাণের পথ নেই। বাংলাদেশের সূচক নির্ধারণের ক্ষেত্রে আটটি জরিপ ব্যবহূত হয়েছে। দেশের অনেকেই বলতে পারেন, সেবা নিতে কিংবা সুবিচার চাইতে গিয়ে অনেক ক্ষেত্রেই তাদের কত বিড়ম্বনায় পড়তে হয়। প্রায়ই সংবাদমাধ্যমে অনিয়ম-দুর্নীতির নানা চিত্র উঠে আসছে। দুর্নীতি যেমন হচ্ছে সরকারের বিভিন্ন স্তরে, তেমনি হচ্ছে সামাজিক পরিসরেও। আমরা দেখেছি, করোনাদুর্যোগে স্বাস্থ্য খাতের পাশাপাশি আরও অনেক ক্ষেত্রেই অনিয়ম-দুর্নীতির মচ্ছব। আর্থিক খাতে সৃষ্টি হচ্ছে একের পর এক ক্ষত। এ অবস্থায়ও আমাদের মতো দেশগুলোর সরকারের এমন প্রবণতা আছে, অভিযোগ যথাযথভাবে আমলে না নিয়ে এবং অনিয়ম-দুর্নীতির উৎস সন্ধানে নিষ্ঠ না হয়ে উল্টো কথা বলার।


এর ফলে সমাজে অশুভ কিংবা অকল্যাণের ছায়াই বিস্তৃত হয়। আমাদের উন্নয়ন-অগ্রগতি কম হয়নি। কিন্তু উন্নয়নের সুফল সবার ঘরে পৌঁছেনি। আমাদের অনেক সম্ভাবনাই দুর্নীতি নস্যাৎ করে দিচ্ছে তাও মিথ্যা নয়। ক্ষমতাবান কিংবা বলবানদের প্রতি পক্ষপাতিত্ব, রাজনীতির নামে কারও কারোর অপরাজনীতির পথে হাঁটা, অনেকেরই ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতির সঙ্গে রাজনৈতিক যোগসূত্রতাসহ নানারকম অভিযোগ আছে- যেগুলো দুর্নীতির পথ সংকুচিত নয়, বরং অনেক ক্ষেত্রেই করে আরও প্রশস্ত। দুর্নীতির কারণে প্রতিবছর বাংলাদেশের জাতীয় আয়ের ২-৩ শতাংশ ক্ষতি হয়, তাও টিআইবির সংবাদ সম্মেলনে বলা হয়েছে। অভিযোগ আছে, দেশের সেবা খাতগুলো অধিক দুর্নীতিগ্রস্ত। সরকারি সেবা খাতে ঘুষ অন্যতম উপসর্গ। দুর্নীতি প্রতিরোধে দেশে আইন আছে। আছে রাজনৈতিক অঙ্গীকারও। কিন্তু যারা সরকারের নির্দেশ বাস্তবায়ন করবেন, তাদের কেউ কেউ দুর্নীতিতে নিমজ্জিত- এরও নজির ইতোমধ্যে কম দৃশ্যমান হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও