প্রতি মাসে টাকা বাঁচানোর ৮ উপায়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১২:৫১

প্রতি মাসেই আমাদের এমন কিছু খরচ হয়, যেগুলো না করলেও চলে। হাতে টাকা থাকলে খরচের সব কারণই যে যুক্তিযুক্ত, তা কিন্তু নয়। একটু বুদ্ধি খাটালেই প্রতি মাসে অনেকগুলো টাকা বাঁচানো সম্ভব। শুধু নিজের হাতে রাখতে হবে নিয়ন্ত্রণের লাগাম। কিছু ছোট ছোট কাজ আপনাকে মাস শেষে একটি ভালো সঞ্চয় দেবে। চলুন জেনে নেওয়া যাক, প্রতি মাসে টাকা বাঁচাতে কোন কাজগুলো করবেন-


আনসাবস্ক্রাইব


আপনি যদি বিভিন্ন অ্যাপ, ম্যাগাজিন এবং এমন আরও অনেককিছুর সাবস্ক্রাইবার হয়ে থাকেন, যেগুলো আপনি খুব কম ব্যবহার করেন, তাহলে এখনই সেগুলো বাতিল করুন। আপনি পরে বুঝতে পারবেন এটি করে প্রতি মাসে আপনি কত টাকা সাশ্রয় করছেন। শুধুমাত্র এক বা দুটি সাবস্ক্রাইব করুন করুন যা আপনি ব্যবহার করবেন।


মুদি কেনাকাটা


প্রতি মাসে আপনার যা প্রয়োজন তার একটি তালিকা তৈরি করুন এবং এমন একটি দোকানে যান যেখানে আপনি ভালো ডিসকাউন্টে জিনিসগুলো পাবেন। প্রয়োজনীয় সব জিনিস একসঙ্গে কেনাকাটা করলে তা সবসময় অনেক টাকা সঞ্চয় করে। বারে বারে কিনতে গেলে খরচ স্বাভাবিকভাবেই বেশি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও