‘রক্ত সিঁড়ির’ তর্কবাগীশ
বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেতাদের কথা লিখতে গেলে প্রথমেই যাদের নাম আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এরমধ্যে জানুয়ারি মাস এলেই যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস সামনে এসে দাঁড়ায়, তেমনি মনে পড়ে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের কথা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্থপতি। বাংলাদেশ শব্দটি উচ্চারিত হলেই বঙ্গবন্ধুর নাম আসবে এটাই স্বাভাবিক। তবে তর্কবাগীশের বিষয়টি একটু ভিন্ন। সেটাও স্বাধীনতার সঙ্গে জড়িত।