জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় ১ কোটি ৫০ লাখ ডলার অনুদান রিয়ান্নার
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা মোট ১৮টি সংগঠনকে ১ কোটি ৫০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন পপ সংগীতশিল্পী রিয়ান্না। ঘোষণা অনুযায়ী রিয়ান্নার অলাভজনক প্রতিষ্ঠান ক্লারা লিওনেল ফাউন্ডেশনের মাধ্যমে এ অনুদান দেয়া হবে। খবর এপি।
যুক্তরাষ্ট্র ও সাতটি ক্যারিবীয় দেশে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে এ ১৮ সংগঠন। এর মধ্যে রয়েছে ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স, দি ইন্ডিজেনাস এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক ও দ্য মুভমেন্ট ফর ব্ল্যাক লাইভসসহ আরো বেশ কয়েকটি সংগঠন।
এক বিবৃতিতে রিয়ান্না জানান, ঘন ঘন জলবায়ু বিপর্যয় হচ্ছে। তার সঙ্গে বাড়ছে এর তীব্রতাও। জলবায়ু বিপর্যয় সব সম্প্রদায়ের ওপর একই রকম প্রভাব ফেলে না। বিশেষ করে দ্বীপরাষ্ট্রবাসী ও কৃষ্ণাঙ্গরা জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার। অসমতা দূরীকরণই রিয়ান্নার দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠার কারণ। এটি জলবায়ু ন্যায়বিচার ও জলবায়ু স্থিতিস্থাপকতাকে অগ্রাধিকার দেয়।
- ট্যাগ:
- বিনোদন
- অর্থ অনুদান
- ন্যায়বিচার
- জলবায়ু
- রিয়ান্না