৪৪তম বিসিএস: আবেদনের সময় বাড়ছে
করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত করায় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে ৪৪তম বিসিএসে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়বে। এ অবস্থায় ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে আবেদনের শেষ সময় নির্ধারণ করা আছে আগামী ৩১ জানুয়ারি।
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন মঙ্গলবার নিউজবাংলাকে বলেন, ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি ইউজিসি থেকে পেয়েছি। তাতে ৪৪ তম বিসিএসে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে