সিমলার পর এবার মামুনের নায়িকা চমক
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৫:১৮
হুমায়ূন আহমেদের 'ঘেটুপুত্র কমলা' ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন শিশুশিল্পী হাসান ফেরদৌস মামুন। সেই মামুন এখন অনার্স শেষ বর্ষে পড়ছেন। কিছুদিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে রুবেল আনুশের 'নিষিদ্ধ প্রেমের গল্প'। অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে মামুন অভিনয় করেছিলেন অভিনেত্রী সিমলার সঙ্গে।
একই পরিচালকের ওয়েব ছবি 'হায়দার'-এ এবার নাম ভূমিকায় অভিনয় করছেন মামুন। তাঁর সঙ্গে রয়েছেন 'মহানগর'খ্যাত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।