প্লাস্টিকে ৮ দিন, মানুষের ত্বকে ২১ ঘণ্টা বাঁচে ওমিক্রন: গবেষণা

চ্যানেল আই প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৪:৪৬

প্লাস্টিকের ওপরে ৮ দিন ও মানুষের ত্বকে ২১ ঘণ্টা বেঁচে থাকতে পারে করোনার সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন।জাপানি বিজ্ঞানীদের নতুন এ গবেষণায় আরও বলা হয়েছে, আগের ডেল্টা ধরনের চেয়ে বেশি দিন বাঁচতে পারে ওমিক্রন।


কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ মেডিসিনের একটি গবেষক দল বলছে একাধিক পরীক্ষাগার পরীক্ষার পর করোনাভাইরাসের মূল স্ট্রেনের (উহান) চেয়ে অনেক বেশি সময় বেঁচে ছিল।


গবেষক দলটি বলছে, ওমিক্রনের উচ্চ ‘পরিবেশগত স্থিতিশীলতা’ – এটির  সংক্রমণিত করার ক্ষমতা। ওইসময় ওমিক্রনের ভ্যারিয়েন্টটি ডেল্টাকে ছাড়িয়ে যেতে প্রভাব বিস্তার করছিল। পাশাপাশি আরও দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছিল।


জাপানি গবেষকদের গবেষণায় দেখা গেছে, ‘প্লাস্টিক ও মানুষের ত্বকের উপরিভাগে, আলফা, বিটা, ডেল্টা এবং ওমিক্রন ভেরিয়েন্টগুলি উহানের স্ট্রেনের তুলনায় দ্বিগুণেরও বেশি বেশি বেঁচে থাকে। এছাড়াও মানুষের ত্বকে ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে সংক্রমণতা বজায় রাখে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও