![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2021/10/meta-office-1200x800.jpg)
সবচেয়ে দ্রুতগতির কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার তৈরি করেছে মেটা
সবচেয়ে দ্রুতগতির কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার তৈরি করেছে মেটা তথ্যপ্রযুক্তি - চ্যানেল আই অনলাইন ২৫ জানুয়ারি, ২০২২ ১২:২৪ বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত সুপার কম্পিউটার তৈরি করেছে বলে দাবি করেছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা।
মেটা’র সূত্রে হিন্দুস্তান টাইমস জানায়, প্রতিষ্ঠানটি আশা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত সুপার কম্পিউটারটি মেটাভার্স তৈরিতে ভিত্তি হিসেবে সহায়তা করবে। মেটাভার্সের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক কৃত্রিম বাস্তবতা তৈরি করা সম্ভব। বিজ্ঞাপন সুপার কম্পিউটারটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুততম গতির হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা গবেষকদের নতুন এবং তুলনামূলক ভাল মডেল তৈরি করতে সক্ষম হবেন এই সুপার কম্পিউটারের সাহায্যে। এর মাধ্যমে ট্রিলিয়নেরও বেশি নমুনা থেকে একই সময়ে শিখতে, ১০০টিরও বেশি ভাষায় কাজ করতে ও ছবি,ভিডিও এবং লেখাকে একই সাথে বিশ্লেষণ করতে পারার ক্ষমতা রয়েছে কম্পিউটারের।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বাজারে এলো
- সুপার কম্পিউটার