সাশ্রয়ী দামে স্যামসাংয়ের নতুন ফোন ও ট্যাব, দাম কত?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১২:১৩

২০২৬ সালের জানুয়ারিতে সাশ্রয়ী দামে দুটি নতুন ডিভাইস বাজারে আনছে দক্ষিণ কোরিয়ান বহুজাতিক কোম্পানি স্যামসাং।


ডিভাইস দুটির মধ্যে একটি ‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’ নামের এক স্মার্টফোন। অন্যটি হচ্ছে ‘গ্যালাক্সি ট্যাব এ১১+’ নামের একটি ট্যাব।


‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’


স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির একটি এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে ব্যবহৃত হয়েছে ‘এক্সিনস ১৩৩০’ চিপ, যা আগের ‘গ্যালাক্সি এ১৬ ফাইভজি’ মডেলেও ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।


এ ফোনের ক্যামেরার সেটআপও গত বছরের মডেলের মতোই থাকছে। যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, পাঁচ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, দুই মেগাপিক্সেল ম্যাক্রো ও ১৩ মেগাপিক্সেল সেলফি লেন্স। ফোনের বেইস মডেলে চার জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকলেও মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।


ফোনের পাঁচ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি ফাস্ট-চার্জিং সাপোর্ট সুবিধা দেবে, যা এ বছরে ইন্ডাস্ট্রির মানদণ্ড হয়ে উঠেছে। ফোনটিতে নতুন তেমন কিছু যোগ করেনি স্যামসাং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও