২০২৫-এ প্রযুক্তি বিশ্বে আলোচিত যেসব বিষয় বাংলাদেশেও প্রভাব ফেলেছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮

সদ্য শেষ হলো ২০২৫ সাল। নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে বিশ্ব। বিদায়ী বছরে প্রযুক্তি খাতে একের পর এক এমন ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এসব ঘটনায় যেমন ছিল যুগান্তকারী উদ্ভাবন, তেমনি ছিল প্রযুক্তির ঝুঁকি, চ্যালেঞ্জ এবং নীতিগত নানা প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, স্মার্টফোন উৎপাদন থেকে ডিজিটাল অর্থনীতি ২০২৫ সাল প্রযুক্তি বিশ্বে বড় পরিবর্তন ও বিতর্কের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


চলুন ফিরে দেখি ২০২৫ সালে প্রযুক্তি খাতে কোন কোন বিষয় সবচেয়ে বেশি আলোচিত ছিল-


এআই বিপ্লব ও কর্মক্ষেত্রে প্রভাব


২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বিশ্বব্যাপী অভূতপূর্ব মাত্রায় পৌঁছায়। লেখালেখি, কোডিং, ডিজাইন, কাস্টমার সাপোর্ট, সাংবাদিকতা ও শিক্ষা-সব ক্ষেত্রেই এআই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ সহায়ক। বাংলাদেশেও করপোরেট অফিস, আইটি ফার্ম, স্টার্টআপ ও শিক্ষার্থীদের মধ্যে চ্যাটজিপিটি, ডিপসিক, কো-পাইলটসহ বিভিন্ন এআই টুল ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে একই সঙ্গে এআইয়ের কারণে চাকরি হারানোর আশঙ্কা, দক্ষতা পরিবর্তনের চাপ এবং নতুন স্কিল অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে সারা বছর আলোচনা চলতে থাকে।


ডিপফেক ও ভুয়া কনটেন্টে উদ্বেগ


এআইয়ের নেতিবাচক দিক হিসেবে ২০২৫ সালে সবচেয়ে বেশি আলোচনায় আসে ডিপফেক প্রযুক্তি। রাজনৈতিক বক্তব্য নকল, ভুয়া সাক্ষাৎকার এবং বিভ্রান্তিকর ভিডিও-অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও নির্বাচন, রাজনীতি ও সামাজিক ইস্যুতে ভুয়া কনটেন্ট শনাক্তকরণ এবং ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব নতুন করে সামনে আসে। বিশেষজ্ঞরা একে ডিজিটাল গণতন্ত্রের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন।


সাইবার নিরাপত্তা ও ডাটা সুরক্ষা সংকট


২০২৫ সালে বিশ্বজুড়ে বড় বড় সাইবার হামলা, ডাটা লিক ও র‍্যানসমওয়্যার আক্রমণের ঘটনা ঘটে। এর প্রভাব পড়ে বাংলাদেশেও। ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ই-কমার্স এবং সরকারি ডিজিটাল সেবায় সাইবার নিরাপত্তা জোরদারের দাবি ওঠে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা কাঠামোর দুর্বলতা নিয়েও আলোচনা তীব্র হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও