শুধু স্কুল-কলেজ নয়, সামাজিক অনুষ্ঠানও বন্ধ করতে হবে

বার্তা২৪ বাংলাদেশ সচিবালয় প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ০৯:২০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষক-অভিভাবকদের মধ্যে। গত দুই বছরের অভিজ্ঞতা থেকে কেউ বলছেন, শুধু স্কুল-কলেজ বন্ধ নয়, সকল সামাজিক অনুষ্ঠানও বন্ধ করতে হবে। নইলে শিক্ষার্থীরা এই বন্ধের সময় এসব আয়োজনে অংশ নিয়ে সংক্রমিত হবার ঝুঁকিতে পড়বে। আবার কেউ সব কিছু খোলা রেখে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাকে একটি আত্মঘাতী ভুল সিদ্ধান্ত বলছেন।


এদিকে দেশে করোনা শনাক্তের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত বছরের জুন-জুলাই মাসে করোনা শনাক্তের হার ছিল ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। গত আগস্ট মাসে গড়ে শনাক্তের হার ছিল ২০.১৯ শতাংশ।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও