করোনা ঠেকাতে নিষেধাজ্ঞার নির্দেশনা কাদের জন্য?
দেশজুড়ে কোভিডের ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণের কারণে শুক্রবার (২১ জানুয়ারি) স্কুল-কলেজ বন্ধ ঘোষণাসহ নতুন করে কিছু বিধিনিষেধ জারি হয়েছে। এর আগে ১৩ জানুয়ারি থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশনাও জারি আছে। প্রশ্ন হচ্ছে, কাদের জন্য এই বিধিনিষেধ? কারা মানছেন আর না-মানার বিষয়টি কারা দেখবেন? সরেজমিনে দেখা গেছে, ঢাকার কোথাও নির্দেশনাগুলোর কোনোটিই মানা হচ্ছে না।
এক দিকে নির্দেশনা জারি হচ্ছে, আরেক দিকে চলছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার বোঝাই মানুষ নিয়ে বিয়ের অনুষ্ঠান, হলভর্তি দর্শক নিয়ে সিনেমা দেখা। ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলতেও দেখা যাচ্ছে না কোথাও।