বন্ধ থাকবে কোচিং সেন্টারও: শিক্ষামন্ত্রী

বার্তা২৪ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৭:৫৯

করোনাভাইরাসের নতুন ধরন রোধে ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।


শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সংকট নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী ও শিক্ষক সমিতির সঙ্গে কথা বলেছেন তিনি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রাতে আলোচনা করবে বলে আশ্বস্থ করেন মন্ত্রী।


সব কিছু খোলা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, 'আমরা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছি। এটি ফলপ্রসু হবে কি না তা নির্ভর করবে আমাদের সবার ওপর'।


এছাড়াও নতুন কারিকুলাম নিয়ে মন্ত্রী বলেন, '৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং করা হবে নতুন কারিকুলামের অধীনে'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও