দ্রব্যমূল্য বৃদ্ধি ও দরিদ্র জনগোষ্ঠীর ভোগান্তি

বণিক বার্তা জয়তী ঘোষ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ০৯:৪৩

কীভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়, অর্থনীতির এজেন্ডায় বিষয়টি পুনরায় ফিরে এসেছে। তবে কীভাবে একে চিহ্নিত করা যায় তা নিয়ে তৈরি হয়েছে মতপার্থক্য। মূলধারাটি কঠোর আর্থিক নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দেয় এবং উচ্চ সুদের হার ও হ্রাসকৃত তারল্য বিধানকে ন্যায়সংগত হিসেবে বিবেচনা করে। যদিও বিষয়গুলো অনেক দেশের চলমান ভঙ্গুর অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত করে। এদিকে অন্যদের যুক্তি হচ্ছে, বর্তমানের মূল্যস্ফীতির বিষয়টি ক্ষণস্থায়ী; যা অস্থায়ী সরবরাহকে বাধাদানের পাশাপাশি শ্রমবাজার পরিবর্তনকে প্রতিফলিত করে। তাই স্বয়ংক্রিয়ভাবে এটি ঠিক হয়ে যাবে।


ধনী দেশগুলোয় নীতিনির্ধারকরা এখনো মূল্যস্ফীতি মোকাবেলার ক্ষেত্রে প্রধানত সামষ্টিক অর্থনৈতিক নিয়মনীতির ওপর নির্ভরশীল। কিন্তু একজাতীয় খাবার থেকে অন্য ধরনের খাবারের মূল্যবৃদ্ধির বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। উন্নয়নশীল দেশগুলোয় এ-জাতীয় ঘটনা কেবল মানুষের জীবনকে সরাসরি অনেক বেশি প্রভাবিতই করে না, বরং আরো জটিল কারণগুলোকেও প্রতিফলিত করে; যা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ একটি ভিন্ন কৌশলের প্রয়োজন পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও