কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিক্ষার্থীদের কথা দরদ দিয়ে ভাবতে হবে

www.ajkerpatrika.com বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ১৮:৩৮

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি নির্দোষ আন্দোলনকে কেন্দ্র করে সেখানে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কাম্য ছিল না। কর্তৃপক্ষের উদাসীনতা, গাফিলতির কারণেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হয়ে একটি অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কোনো কারণে ক্ষোভ-অসন্তোষ দেখা দিলে যে মানবিক ও সংবেদনশীল মনোভাব নিয়ে তা নিরসনের চেষ্টা করা উচিত, সেটা না করে তাদের ওপর বলপ্রয়োগের কৌশল গ্রহণ একেবারেই সমর্থনযোগ্য নয়। শিক্ষার্থীদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী না ভেবে সন্তানের মতো ভাবলেই অহেতুক, অপ্রীতিকর ও অবাঞ্ছিত অনেক পরিস্থিতি এড়ানো যেতে পারে।


সে জন্য বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত হন, তাঁদের শিক্ষকসুলভ আচরণের কথা মনে রাখা জরুরি। মনে রাখা দরকার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করা আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে করা যায় না, করা ঠিকও নয়। প্রশাসনিক কঠোরতা-জটিলতায় ক্যাম্পাস না মুড়িয়ে শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার দিক গভীর মমতা দিয়ে দেখার চেষ্টা করাই বাঞ্ছিত। কোনো কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানের চৌহদ্দিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান প্রত্যাশিত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও