বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি-প্রক্টর-প্রভোস্টরা শিক্ষার্থীবান্ধব হন না কেন?
ড. শামসুজ্জোহা শিক্ষার্থীদের বাঁচাতে নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর থেকে কোনো বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীবান্ধব ভিসি, প্রশাসন নিয়োগ দেওয়া হয়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আচরণ করলো, তাকে কোনো যুক্তিতেই 'শিক্ষকসুলভ' বলা যায় না; 'পিতৃতুল্য অভিভাবকসুলভ' তো অনেক দূরের ব্যাপার। শাবিপ্রবি'র প্রশাসন শিক্ষার্থীদের খুবই সাধারণ কিছু দাবি মানার মতো, এমনকি ঠিকঠাক করে শোনার মতো সহিষ্ণুতাও দেখাতে পারেনি। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দিয়ে রীতিমতো 'ক্রিমিনাল অফেন্স' করেছে। পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট এমনকি সাউন্ড গ্রেনেড পর্যন্ত প্রয়োগ করেছে। রক্তাক্ত করে হাসপাতালের আইসিইউতে পাঠিয়েছে শিক্ষার্থীদের।