কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রঙিন চুলের ইতিবৃত্ত - কখন থেকে চুল রাঙানো শিখলো মানুষ

চুল মানেই কালো, কালো রঙের আছে এক সহজাত সৌন্দর্য। বাঙালির কালো কেশে মুগ্ধতা ছড়াবে এমনই তো অনুমেয়। কিন্তু যখন আসে ফ্যাশনের কথা, তখন বাদ দিয়ে তো দেওয়া যায় না রঙিন চুলের কথা। হাল আমলে চুলে হরেক রকম রং করার ধারা নতুন কিছু না। হাজার বছর আগে থেকেই চুল রাঙানোর চল চলে আসছে। সময়ের সাথে শুধু পাল্টেছে রঙের স্টাইল, নিত্যনতুন ঢঙে রাঙানো হয় সাধের চুল।

আধুনিকতার ছোঁয়াতে চুল কালারের পদ্ধতিতেও এসেছে নানাবিধ পরিবর্তন, দিনকে দিন বাড়ছে বৈচিত্র্য। হেয়ার কালারিং কখন কিংবা কিভাবে শুরু হলো তা নিয়ে বিতর্ক হতে পারে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রাচীন মিশরীয়রাই সর্বপ্রথম চুলে কালার করার পদ্ধতি চালু করে। মেহেদী বা হেনা ব্যবহার করে চুলের কালার পরিবর্তন করাকেই চুলের রঙ পরিবর্তনের প্রথম পন্থা। মিশর ছাড়াও প্রাচীন গ্রিসে এবং রোমান ক্যাথলিকদের মধ্যে চুল কালার করার প্রথা চলমান ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন