![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Fd9d6ad9a-8bbb-40b7-8d16-3c6b26f55a53%252FIMG_20220114_195854084042.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
পারিবারিক নির্যাতনকে অপরাধ গণ্য করা হয় না
অর্ধশতক ধরে নারী অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন।
করোনাকালে পারিবারিক নির্যাতন পরিস্থিতি এবং প্রতিকার নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। ১২ জানুয়ারি তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার।