![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252Faa709ef2-35ec-4873-bebc-99cfc4539e2d%252Fpexels_rodnae_productions_6936512.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
মজা করতে করতেই বুলিং
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ২১:০৪
রূপম, মুহিব আর সুফিয়ান—তিন বন্ধুর জম্পেশ আড্ডা চলছে। এর মধ্যে সেলিমের প্রবেশ। রূপমের চটজলদি টিটকারি, ‘কি রে, মেয়েদের মতো সাজগোজে সময় লেগে গেল নাকি?’
কলেজ থেকে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে শাহেদের জ্বর চলে এল, কিন্তু সঙ্গে থাকা ফায়াজের কিছুই হলো না। অসুস্থ শাহেদের নম্বরে ফোন দিয়ে ফায়াজ বললেন, ‘মেয়েদের মতো শরীর, একটু ধকল নিতে পারিস না! দেখ, আমি ম্যান, আমার তো কিছুই হলো না!’