কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মনে রাখবেন, জনগণের টাকায় বেতন হয়: ডিসিদের রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ওসমানী স্মৃতি মিলনায়তন প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ২০:৫৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মনে করিয়ে দিয়েছেন, জনগণের করের টাকায় আমলাদের বেতন হয়। আমলাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সেবা পাওয়া জনগণের অধিকার, এটা কোনও দয়া-দাক্ষিণ্য নয়। আমাদের ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজ আমি রাষ্ট্রপতি, আপনারা সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক হয়েছেন। একবার ভেবে দেখুন তো দেশ স্বাধীন না হলে আমরা কে কী হতে পারতাম?’ মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকার ওসামানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।


দেশ ও জনগণের স্বার্থকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা, আপনারা জনগণের সেবক। তাই জনগণের সেবক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেবেন। মনে রাখতে হবে, জনগণের টাকাতেই আমাদের সংসার চলে। তাই জনগণকে সেবাদান কোনও দয়া-দাক্ষিণ্য বা বদান্যতার বিষয় নয়। সেবা পাওয়াটা জনগণের অধিকার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও