কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৈমুরের ‘ভুল কৌশল’, অটল ছিলেন আইভী

প্রথম আলো নারায়ণগঞ্জ সদর প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১২:২৫

এবারও বড় ব্যবধানে জয়ী হওয়ার পর সব মহলেই আলোচনা হচ্ছে সেলিনা হায়াৎ আইভীর অটল সাহসিকতার কথা, যা তাঁকে আলাদা অবস্থান করে দিয়েছে নারায়ণগঞ্জে। অন্যদিকে ‘ভুল কৌশল’ এবং ‘ছায়া সমর্থন’ তৈমুর আলম খন্দকারের হারের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।


ভোটের পর হারজিত নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ হয়। নারায়ণগঞ্জেও হচ্ছে। তবে প্রার্থীদের জয়-পরাজয়ের ব্যাখ্যা-বিশ্লেষণের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়েও আলোচনা আছে ভোটারদের মধ্যে।


এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমে ভোট হয়েছে। ভোট দেওয়ার পদ্ধতি না জানায় অনেক ভোটার বিড়ম্বনার শিকার হন, বিশেষ করে নারী ভোটারদের বিরক্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখা গেছে। আঙুলের ছাপ না মেলায় অনেকে ভোট না দিতে পেরে ফেরত যান, আবার অনেকে দুই-তিন দফার চেষ্টায় ভোট দিতে সক্ষম হন। এতে কোনো কোনো ভোটারের জন্য ৮ থেকে ১০ মিনিট সময়ও নষ্ট হয়। এর ফলে ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়। ইভিএমের ভোট নিয়ে এই বিভ্রাটের জন্য ভোটাররা প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও