ইউক্রেন সংকট সমাধান অনিশ্চিত

কালের কণ্ঠ ইউক্রেন সম্পাদকীয় প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ০৮:১০

ইউক্রেন সংকট সমাধানের সামান্য প্রত্যাশা জাগিয়ে গত সপ্তাহটি শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে আরো বেশি হতাশার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যদের মধ্যে তিন দফা আলোচনায় ইউক্রেন সংকটের জাদুকরী সমাধান মিলবে—এমনটা কেউই বিশ্বাস করেনি। তার পরও দেশটির সীমান্তের কাছে এক লাখ রুশ সেনা মোতায়েন, অস্ত্রশস্ত্র মজুদ ও মস্কো থেকে ক্রমবর্ধমান সামরিক হুমকির কারণে এমন একটা আশা ছিল যে এই আলোচনাগুলো অন্তত ভ্লাদিমির পুতিনের অভিপ্রায় সম্পর্কে জানতে সহায়তা করবে এবং তাকে উত্তেজনার তীব্রতা কমিয়ে আনার একটা উপায় বাতলে দেওয়া যাবে।


বেশ কয়েক দিনের সংলাপের পরও ফল না পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিমর্ষ। গত বৃহস্পতিবার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিবিগনিভ রাউ সতর্ক করেছেন যে ইউরোপ তিন দশক পর যুদ্ধের সবচেয়ে কাছে অবস্থান করছে। ন্যাটোর সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) আলোচনা শেষ হওয়ার আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছিলেন, সব পক্ষই একটি নিষ্ফল উপসংহারে উপনীত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও