![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/01/18/khojkhobor-teaser-180122-01.jpg/ALTERNATES/w640/khojkhobor-teaser-180122-01.jpg)
সুন্দরী প্রতিযোগিতা ও বিয়ের পোশাকের বিতান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ০১:১৭
বিশ্বরঙ আয়োজন করেছে বাসন্তী সুন্দরী প্রতিযোগিতা। যাত্রা শুরু করলো ‘বিভা ক্রিয়েশন্স’।
বসন্ত উদযাপন উপলক্ষ্যে দেশীয় ফ্যাশনঘর বিশ্বরঙ আয়োজন করেছে ‘বাসন্তী সুন্দরী-২০২২’ প্রতিযোগিতা।
দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন বয়সের নারীরা অংশগ্রহণ করতে পারবেন। সদ্য তোলা ফোর আর চার কপি (ক্লোজ, মিড লং, ফুল লেন্থ) ছবিসহ নিকটবর্তী বিশ্বরঙ শোরুম থেকে ফরম সংগ্রহ করা যাবে। জমা দিতে হবে ৩১ জানুয়ারির মধ্যে।
- ট্যাগ:
- লাইফ
- সুন্দরী প্রতিযোগিতা
- বিয়ের পোশাক