লড়াইটা পুঁজিবাদী উন্নতির বিরুদ্ধেই
সংবাদপত্রে নানা ধরনের সংঘর্ষের খবর পড়ি। বলা হয় দেশে এখন রাজনীতি নেই। সেটা এই অর্থে যে দেশে এখন কার্যকর কোনো বিরোধী দল নেই না জাতীয় সংসদে না রাজপথে, অথবা জনপদে। কিন্তু তাই বলে শাসক দলের ভেতর দ্বন্দ্ব থাকবে না এ কেমন কথা? স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা হয়েছে। বিরোধ অন্যত্রও ঘটছে। সব খবর পাই না, যা পাই তা কখনো কখনো হাস্যকরও এবং করুণও শোনায়। বরগুনায় এমপি সুলতানা নাদিরা সবুরের বাসা ‘তাক করে’ আরেক এমপি এবং নাদিরারই প্রতিবেশী বিদ্যুতের খুঁটির সঙ্গে সিসি ক্যামেরা স্থাপন করেছেন। দুজনেই যে আওয়ামী লীগের এমপি সেটা তো বলার অপেক্ষাই রাখে না। নাদিরা সবুরের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে এই বলে যে তার বাড়িতে নেতাকর্মীদের গমনাগমনের ওপর সার্বক্ষণিক নজরদারির জন্যই ওই আয়োজন। ওদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই এমপি হাচান রহমান রিমনের বক্তব্য এই যে ক্যামেরা দুটি তিনি বসিয়েছেন কারও বাসার ওপর নজরদারির জন্য নয়, স্রেফ নিজের নিরাপত্তার স্বার্থে। (ইত্তেফাক, ০৬.১০.২০২১)
আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বড় নাকি ইউনিয়ন নির্বাহী অফিসার (ইউএনও) বড় তা নিয়ে বিরোধ দেখা দেওয়ার ঘটনা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, এবং হাইকোর্ট চেয়ারম্যানের পক্ষে রায় দিয়েছেন। ভয়ংকর ঘটনার খবরও আছে। যেমন ঢাকা শহরেই চাঁদার ভাগ না দেওয়ায় খুন হয়েছেন আওয়ামী লীগ নেতা ফরহাদ। ফরহাদ ছিলেন ঢাকার বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। নয়জন নাকি এই খুনের কা-ে জড়িত। ফরহাদ এলাকা থেকে নিয়মিত চাঁদা তুলতেন, তুলে ওই নয়জন এবং তাদের প্রবাসী নেতাকে চাঁদার একটা ভাগ দিতেন, কিন্তু একসময়ে দেওয়া বন্ধ করে দিয়েছিলেন; তারই নগদ প্রতিফল তার এই প্রাণদান। (কালের কণ্ঠ, ১৮.০৯.২১) এদের রাজনৈতিক কাজটা কী ধরনের বুঝতে কোনো অসুবিধা নেই। ভাগাভাগির ঝগড়াটা আসলে ক্ষমতারই দ্বন্দ্ব। এবং ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব সর্বত্রই প্রধান হয়ে উঠেছে, কেননা এর বাইরে অন্য সফর আদর্শিক বন্ধনের ভীষণ আকাল পড়েছে। তাই দেখা যায় জুমার জামাতে খুতবার আজান মসজিদের কোন জায়গা থেকে দিতে হবে তা নিয়ে মুসল্লিদের দ্বন্দ্ব-বিরোধে একজন নিহত এবং দশজন আহত হন। ঘটনা কুমিল্লার মুরাদনগর উপজেলার বঙ্গিরা থানা এলাকার একটি জামে মসজিদের ভেতরে। (কালের কণ্ঠ, ১৮.০৯.২১)
- ট্যাগ:
- মতামত
- সংঘাত
- ইউনিয়ন পরিষদ নির্বাচন
- পুঁজিবাদ