কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্পর্কে অভিমান সে কি থাকবেই?

সমকাল প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ০৮:৫৭

অভিমান ব্যাপারটাই এমন- একবার শুরু হলে সহজে তার হাত থেকে নিস্তার পাওয়া যায় না; যদি না দু'জনের মধ্যে তেমন কোনো একজন এগিয়ে না আসেন। কিন্তু এগিয়ে আসতে গেলেই যে ইগো, আত্ম-অহংবোধ, পারসোনালিটি, তৃতীয় পক্ষ বাধা হয়ে দাঁড়ায়! তখন কী করা যেতে পারে?


অভিমানের ডালপালা


হাসানের 'সুইটি' গান শুনেছেন? অসাধারণ কথাগুলো! অভিমানে বন্ধুটি দূরে চলে গেছে। আর ভক্ত হৃদয় বারবার আহ্বান করছে অভিমান ভুলে ফিরে আসার জন্য। এমনতর আহ্বান কে করে অবহেলা? পারে না। সুইটিদের ফিরে আসতেই হয়। কথা হলো তাই- বন্ধু-বান্ধবদের মধ্যে, একটা নিস্কলঙ্ক সম্পর্কের মধ্যে অভিমান চলতেই পারে। অভিমান তো আর বলে-কয়ে আসে না, অভিমান আসে চলতে-ফিরতে, কথার উস্কানিতে। সুতরাং এটা অন্য ৮-১০টি বিষয়ের মতোই সাধারণ একটা ব্যাপার। কিন্তু সেই অভিমান পর্ব দীর্ঘ হয়ে যেন মধুর সম্পর্কে ফাটল ধরিয়ে দিতে না পারে, সেদিকটা মাথায় রেখে অভিমানের পালা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলুন। এটি যত দীর্ঘ হবে, ততই এর ডালপালা গজিয়ে ব্যাপারটাকে বড় করে তুলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে