অ্যালোভেরা থেকে নারকেল তেল, বাচ্চাদের ত্বকের র্যাশ দূর করে ঘরোয়া টোটকা
eisamay.com
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ১৬:৩৬
বাচ্চাদের ত্বক অত্যন্ত কোমল ও সংবেদনশীল। তাই একটুতেই তাদের ত্বকের সমস্যা দেখা দিতে শুরু করে। বাচ্চাদের বাহু, ঘাড়, পিঠ, পায়ে খুব সহজেই ঘাম জমে র্যাশ হতে পারে। অন্য দিকে শীতকালে ত্বক শুকিয়ে যাওয়া, চুলকানির মতো সমস্যা লেগেই থাকে। আয়ুর্বেদে এমন কিছু উপাদানের উল্লেখ পাওয়া যায়, যা বাচ্চাদের এই র্যাশ থেকে মুক্তি দিতে পারে, পাশাপাশি এটি তাদের ত্বককে রাখবে সুস্থ ও উজ্জ্বল।
রুক্ষ-শুষ্ক ত্বক, র্যাশ এবং চুলকানি দূর করতে পারে অ্যালোভেরা। অ্যালোভেরা জেল ফোলাভাব কম করতে সহায়ক। শিশুদের ত্বকের নানান সাধারণ সমস্যার সমাধান করে অ্যালোভেরা জেল।