এক মাঠে ৫০০০ শিক্ষার্থীকে টিকা

জাগো নিউজ ২৪ কালিয়াকৈর প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ১৯:৫৪

একসঙ্গে পাঁচ হাজার শিক্ষার্থীর করোনার টিকা দেওয়ার ঘোষণায় গাজীপুরের কালিয়াকৈরে হযবরল অবস্থা তৈরি হয়েছে। একটি মাঠে এতসংখ্যক শিক্ষার্থীদের টিকা দিতে গিয়ে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে একসঙ্গে পাঁচ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই মাঠে প্রচুর ভিড় হয়।


শিক্ষার্থীতে ঠাসা ছিল মাঠ। শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা ছাড়াই এ কার্যক্রম পরিচালনা করায় বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিভাবকরা বলছেন, একটি মাঠে পাঁচ হাজার শিক্ষার্থী গাদাগাদিভাবে অবস্থান করায় একজনের করোনা পজিটিভ থাকলে তা অন্যদের মধ্যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও