![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F54835767-d65b-4406-ad94-4662c30c3356%252FNarayangonj_DH0821_20220113_270616261_487718912788416_7679999980788283651_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন মফিজুল ইসলাম, মো. জহিরুল ও মো. নবী। নবী আড়াইহাজার ও বাকি দুজন সোনারগাঁয়ের বাসিন্দা। নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁদের তিনজনের একজন লেগুনার মালিক, একজন চালক ও অন্যজন চালকের সহকারী। ডাকাতির সঙ্গে তাঁদের সম্পৃক্ততা নেই।