ওমিক্রন : বাংলাদেশের ঝুঁকি ও করণীয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ০৮:৩২

করোনায় আমাদের সাফল্য ঈর্ষণীয়, চীনের পরেই আমাদের অবস্থান বলে সগর্ব দাবি শোনা গিয়েছে। তাই ওমিক্রনে আমাদের ভয়ের কোনো কারণ নেই বলে অভিমত জনসমক্ষে ব্যক্ত হচ্ছে এবং দেশের প্রস্তুতিতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। জোরেশোরে চলছে স্থানীয় সরকার নির্বাচন; সভা সমাবেশ, প্রচার প্রচারণায় মুখরিত অত্যন্ত জনবহুল নগরী নারায়গঞ্জসহ দেশের হাজারো গ্রামীণ জনপদ।


থোড়াই কেয়ারভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইশারাতেও করোনা সংক্রমণে নির্বাচন রোড ম্যাপ দেখা যায়নি। বিপুল ও ব্যাপক পরিসরে চলছে জনসমাগম; হাতে হাতে, বুকে বুক মিলিয়ে চলছে প্রচার, প্রোপাগান্ডা। ধারণা হয়, নির্বাচনী স্লোগানের তোপে উড়ে যাবে করোনা, ওমিক্রন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও