কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আচরণবিধি ভেঙে গণজমায়েত করে মনোনয়নপত্র জমা

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ২০:২৮

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির লংগদু উপজেলার সাতটি ইউনিয়নে উৎসবের আমেজ তৈরি হয়েছে। হাট বাজার ও গ্রাম মহল্লার চায়ের দোকানে সর্বত্র এখন নির্বাচন নিয়ে আলোচনা। আজ (১২ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন উপজেলার সাত ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত সাতজন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকে বিশাল গণজমায়েত ও মিছিল সহকারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন তারা। এদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, মাইনীমূখ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী তিন শতাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেলে শো ডাউনের মাধ্যমে মিছিল সহকারে মনোনয়ন জমা দিতে আসেন।


এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী মিছিলে যোগ দেন। এ ছাড়াও আটারকছড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অজয় চাকমা (মিত্র), কালাপাকুজ্যা ইউনিয়নের প্রার্থী মোস্তফা মিয়া, গুলশাখালী ইউনিয়নের প্রার্থী শফিকুল ইসলাম, বগাচত্বর ইউনিয়নের আবুল বাশারসহ সকলেই গণজমায়েত সহকারে মনোনয়নপত্র জমা দেন। আচরণবিধি মতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচ জনের অধিক জনবল প্রার্থীর সাথে না থাকার কথা উল্লেখ আছে। কিন্তু এই বিধান মানেননি একাধিক প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদেরও আচরণবিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। মাইনীমূখ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এরশাদ আলী সরকার মনোনয়নপত্র জমা দেন গত ৯ জানুয়ারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও