![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F21cd9ec1-5805-4a8a-ac1b-7c9d0f2761fd%252Fpak_afghan_border_AFP.jpg%3Frect%3D0%252C0%252C2400%252C1350%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
তালেবানের সঙ্গে পাকিস্তানের ‘হানিমুন’ কি শেষ হচ্ছে
তালেবানের কাবুল পুনর্দখলের পাঁচ মাসও পেরোয়নি। কিন্তু পাকিস্তানের সঙ্গে তার হানিমুন কাল শেষ হয়ে গেছে কি না, সে প্রশ্ন উঠেছে। ইসলামাবাদের জন্য বিষয়টা উদ্বেগের, কিন্তু ইতিহাসের পুরোনো ক্ষতগুলো ধামাচাপা দিয়ে সামনে এগোনো প্রকৃতই মুশকিল।
বিরোধ বেধেছে সীমান্তপ্রাচীর নিয়ে
বিশ্বজুড়ে তালেবানের বন্ধুরাষ্ট্র বলতে এখনো কেবল পাকিস্তান। অথচ পাকিস্তান সরকারের সীমান্তপ্রাচীর নির্মাণের বিরোধিতায় নেমেছেন তালেবান সৈনিকেরা। কেবল মৌখিক বিরোধিতা নয়, সীমান্তের কিছু জায়গায় নির্মাণাধীন কাঁটাতারের বেড়া উপড়েও ফেলেছেন তাঁরা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি এ ঘটনাকে ‘দুষ্কৃতকারীদের কাজ’ বলে উল্লেখ করেছেন। তবে সঙ্গে এ–ও বলেছেন, ‘সমস্যাটি কূটনৈতিকভাবে সমাধান’ করা হবে। পাকিস্তান এ বিষয়ে তালেবানের সঙ্গে বিবাদ এড়াতে চায়, সেটা কোরেশির বক্তব্যে আঁচ করা যাচ্ছে।