সড়ক দুর্ঘটনায় গণপিটুনির ঘটনা ঘটাবেন না: প্রধানমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় কাউকে আইন হাতে তুলে নিয়ে গণপিটুনির মতো ঘটনা না ঘটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা ঘটলে কেউ আইন হাতে তুলে নেবেন না। দুর্ঘটনা দুর্ঘটনাই। অনেক সময় গাড়ির ধাক্কা লেগে অনেকে পড়ে যায়, কিন্তু গণপিটুনি দিয়ে মেরে ফেলবে-এই ভয়ে চালক না দাঁড়িয়ে দ্রুত গাড়ি টেনে চলে যায়। গাড়িটা দাঁড়ালে লোকটি বেঁচে যেত, কিন্তু ড্রাইভার ভয়ের কারণে টেনে চলে গেলে দুঘটনার শিকার ব্যক্তি মারা যায়। কেউ আইন হাতে তুলে নেবেন না।’
বুধবার (১২ জানুয়ারি) সড়ক ও জনপথ অধিদফতরের বিভিন্ন প্রকল্পের আওতায় নবনির্মিত-ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস; সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক ৪ মহাসড়ক; বালুখালী (কক্সবাজার)-ঘুমধুম (বান্দরবান) সীমান্ত সংযোগ সড়ক; রাঙামাটি জেলার নানিয়ারচর চেংগী নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রকল্পগুলো উদ্বোধন করেন।