![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-01%252F4401394c-2943-4c71-ab38-25ee7a1d08d6%252F2_barishal_launch_10_09010bar_4.jpg%3Frect%3D0%252C0%252C2981%252C1677%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
আগুন–আতঙ্কে লাইভ ও ৯৯৯-এ কল করায় যাত্রীদের ওপর চড়াও লঞ্চের কর্মীরা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ২০:০৩
সুরভী-৯ লঞ্চে আগুন লাগার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা এবং ৯৯৯-এ কল করায় যাত্রীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে লঞ্চের কর্মীদের বিরুদ্ধে। লঞ্চটি গতকাল শনিবার গভীর রাতে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। হামলার ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে দুটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলা এবং তাঁদের ক্যামেরা ভাঙচুর করা হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে বরিশাল নদীবন্দরে দুই দফায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা এবং নৌ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলার পরপরই অভিযুক্ত লঞ্চের কর্মীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন।