![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fhealth%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmask-1-20220109180713.jpg)
দুই বছরেও অভ্যাস বদলায়নি: থুতনি ও গলায় ঝুলছে মাস্ক!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১৮:০৭
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওক্রিমনের মারাত্মক সংক্রমণ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ সংক্রমণে ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালসহ স্বাস্থ্যসেবার সব উপকরণের ওপর চাপ বাড়ছে। ক্রমাগত চাপের মুখে অনেক দেশেই স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
বাংলাদেশেও ২১ জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিং করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই।