You have reached your daily news limit

Please log in to continue


নতুন বছরে পুরনো প্রেম ঝালিয়ে নেবেন যে উপায়ে

নতুন বছরে পুরনো সবকিছু ভুলে সবাই নতুনভাবে জীবন শুরু করেন। এমন অনেক পরিবর্তন জীবনে নিয়ে আসেন যা তাদের জন্য প্রয়োজন। তবে নতুন বছর মানে যে শুধু নিজের জন্যই কিছু চাইতে হবে? মোটেই নয়। অনেকের কাছে নতুন বছর সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেয়ার সুযোগও বটে। তবে দাম্পত্য জীবনকে চাঙ্গা রাখতে আকাশ কুসুম চিন্তা-ভাবনা নয়, বরং ছোট ছোট কয়েকটি কৌশলই হয়ে উঠতে পারে চাবিকাঠি। তাই এই নতুন বছরে নিন এমন কিছু সংকল্প, যা ভালো রাখবে আপনার দাম্পত্য জীবন।

>> শুধু বাণী নয়, মাঝেমাঝে প্রাণে পরশখানি দেওয়াও সমান জরুরি। কাজেই নিয়মিত করুন যৌন মিলন। নিয়মিত যৌন মিলনে শরীর-স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনই চাঙ্গা থাকে মন।

>> ফোন ব্যবহারের সময় নির্দিষ্ট করুন। ছোটদের মোবাইল আসক্তি কমাতে অনেক বাবা-মা এই পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু নিজেরা পালন করেন না সেই উপদেশ। আধুনিক জীবনে এমনিতেই কমে এসেছে ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ, তার উপর যেটুকু সময় বাড়িতে থাকবেন, তা-ও যদি কেটে যায় ফোনের পেছনে, তবে অজান্তেই তার নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন