মুখের দাগছোপ দূর হবে মসুর ডাল ব্যবহারেই

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ১৬:১৮

প্রতিদিনের খাবারের তালিকায় মসুর ডাল না থাকলে চলেই না, এমন মানুষের সংখ্যা কম নয়। সাধারণ মসুর ডাল খেতেও অসাধারণ। এই ডাল দিয়ে খুব সহজেই তৈরি করা যায় বিভিন্ন সুস্বাদু রেসিপি। মুসুর ডাল প্রোটিনে ভরপুর, খেতেও সুস্বাদু। শুধু খাওয়াই নয়, পাশাপাশি রূপটান হিসেবেও মুসুর ডাল বাটা দারুণ কাজের! মুখের ট্যান দূর করা থেকে মুখের বাড়তি রোম কমানো বা ত্বক এক্সফোলিয়েট করতে ব্যবহার করতে পারেন মুসুর ডাল। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে মসুর ডালের ফেস প্যাকের কিছু ব্যবহার সম্পর্কে-  


প্রতিটি ফেস প্যাক বানানোর জন্য খানিকটা মসুর ডাল ভালো করে ধুয়ে আগের রাতে ভিজিয়ে রাখুন, সকালে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিন। ত্বক এক্সফোলিয়েট করতে মুসুর ডাল সপ্তাহে একদিন ত্বক এক্সফোলিয়েট করলে মুখের উপরিভাগে জমে যাওয়া মৃত কোষ উঠে গিয়ে উজ্জ্বল কোমল ত্বক বেরিয়ে আসে। মিহি করে বাটা মুসুর ডালের সঙ্গে দু' চাচামচ দুধ মিশিয়ে থকথকে করে মুখে সমানভাবে লাগিয়ে নিন, তারপর ঘষে ঘষে মাসাজ করুন। মিনিট দুই ঘষার পর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও