কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুশাসন নিশ্চিত করবে ডিজিটাল লিটারেসি

কালের কণ্ঠ অজিত কুমার সরকার প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২২, ০৮:৪৫

ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আমলাতান্ত্রিক শাসন পদ্ধতির কঠোর সমালোচক ছিলেন। তাঁর কাছে স্বাধীন ভারতে সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান বাধা ব্রিটিশদের ২০০ বছর ধরে চলা শাসন পদ্ধতি, যা দুর্নীতির ব্যাপক প্রসার ঘটিয়েছে। জনগণ এবং প্রশাসনের মধ্যে দূরত্ব তৈরি করেছে। একজন সেবাপ্রার্থী নাগরিকের সঙ্গে সরকারি কর্মকর্তার সম্পর্ক কেমন হওয়া উচিত তা তিনি ‘হু ইজ আ কাস্টমার’ র্শীর্ষক উপদেশমূলক বক্তব্যে চমৎকারভাবে তুলে ধরেছেন।


ভারতের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তাঁর উপদেশাবলির মূলকথা হচ্ছে, ‘সেবাপ্রার্থী একজন নাগরিক হলেন সরকারি অফিসের গুরুত্বপূর্ণ পরিদর্শক। মনে রাখতে হবে সেবা দিয়ে তাঁকে আপনি কৃপা করছেন না, বরং তিনিই আপনাকে সেবাপ্রদানের সুযোগ দিয়ে কৃপা করছেন।’ ঘুষ-দুর্নীতিমুক্ত এবং জনগণের কাছে দায়বদ্ধ স্বচ্ছ প্রশাসন গড়ে তোলায় মহাত্মা গান্ধী ব্রিটিশ আমলাতান্ত্রিক শাসন পদ্ধতির অবসান চেয়েছিলেন। ভারতের অফিসগুলোতে আজও তাঁর উপদেশাবলি দেয়ালে বা টেবিলে শোভা পেতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও