সরকারের তিন বছর—প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ
২০১৯ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের তিন বছর পূর্তি হচ্ছে আজ। সব ঠিক থাকলে ২০২৩ সালের ডিসেম্বর অথবা কাছাকাছি সময়ে দেশে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেই নির্বাচনের বিরুদ্ধে যে নানামুখী ষড়যন্ত্র হবে না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
বর্তমান সরকারের তিন বছরের মধ্যে করোনার কারণে গত প্রায় দুই বছর একটি অস্বাভাবিক সময় কেটেছে। এই করোনা মহামারিতে বাংলাদেশে ২৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হয়তো আরো বেশি হতে পারত, তবে তা না হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত কিছু পদক্ষেপ ও নির্দেশনা। মহামারির শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ অদক্ষতার পরিচয় দিলেও তা পরবর্তীকালে কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হয়। প্রথম থেকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একটু সচেতন হলে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমত।