বিমানবন্দরে অব্যবস্থাপনা দ্রুত দূর হোক
দেশের অর্থনীতির অন্যতম চালক প্রবাসী শ্রমিক। প্রবাসে শ্রম নিয়োজন করে তারা দেশে পাঠাচ্ছেন রেমিট্যান্স। চাঙ্গা হচ্ছে অর্থনীতি, স্ফীত হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এমনকি করোনার অভিঘাত-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারেও তারা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। অথচ তারাই আজ বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। অব্যবস্থাপনা, প্রক্রিয়াগত জটিলতায় বিমানবন্দরেই বিদেশগামী কর্মীদের কাটাতে হচ্ছে দীর্ঘ সময়। ফলে অনেকটা বাধ্য হয়ে খেতে হচ্ছে বিমানবন্দর এলাকার অস্বাস্থ্যকর খাবার ও পানীয়। এতে ফ্লাইট চলাকালে উড়োজাহাজেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আবার কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন গন্তব্যে গিয়েই। সম্প্রতি বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ও কাতার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বলে খবর মিলছে। বিষয়টি গভীরভাবে আমলে নিয়ে সংশ্লিষ্টদের দ্রুত সচেষ্টতা জরুরি। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে যেমন প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে; তেমনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকেও (বেবিচক) বিরাজমান অব্যবস্থাপনা দূর করতে নিতে হবে কার্যকর ব্যবস্থা।