কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজশাহীতে পানির দাম তিন গুণ বাড়ানো অযৌক্তিক ও দৃষ্টিকটু

প্রথম আলো ডাবলু সরকার প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১৭:০৯

সেবার মান নিয়ে অসন্তুষ্টির মধ্যে পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। সম্প্রতি দাম বাড়ানোর বিষয়টি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নগরবাসীকে তিন গুণ টাকা দিয়ে ওয়াসার পানি ব্যবহার করতে হবে। দাম বাড়ানোর খবরে নগরবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলনের হুমকিও দিয়েছেন নাগরিক সংগঠনের নেতারা। এই পরিস্থিতিতে প্রথম আলো কথা বলেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঙ্গে।


প্রথম আলো: রাজশাহী ওয়াসা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জেনেছেন নিশ্চয়ই?


ডাবলু সরকার: শুনেছি পানির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে ওয়াসা বিজ্ঞাপন প্রকাশ করেছে।


প্রথম আলো: পানির দাম তিন গুণ বাড়ানোকে আপনি কীভাবে দেখছেন?


ডাবলু সরকার: আমরা রাজশাহীকে শিক্ষানগরী বলি। আমাদের এখানে কর্মসংস্থানের জন্য সেভাবে শিল্প-কারখানা গড়ে ওঠেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা করোনা মহামারি পার করছি। রাজশাহীর মানুষ ব্যবসা-বাণিজ্য নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এ সময় ওয়াসার পানির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো মানুষকে ভোগান্তিতে ফেলবে। পানির দাম বাড়ানো ঠিক হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও