You have reached your daily news limit

Please log in to continue


২০২১ সালে নির্যাতনের শিকার ৩৭০৩ জন নারী ও কন্যাশিশু

২০২১ সালে সারা দেশের বিভিন্ন এলাকায় ৩ হাজার ৭০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১ হাজার ২৩৫ জন নারী। তাদের মধ্যে ১৭৯ জন দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন। ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে, গত বছর ১ হাজার ২৩৫ জন নারীকে ধর্ষণ করা হয়েছে। তাদের মধ্যে ১৭৯ জন দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৬২৯ জন কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। যার মধ্যে ৬২ জন দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে। ২২ জন কন্যাশিশুসহ ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জন নারীকে। আর ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে সাতজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন