সাফল্য পাওয়ার পর শুকরিয়া ও দোয়া
আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সাফল্য কোনো শর্ত নয়। বরং সুঃখে-দুঃখে সব সময় আল্লাহর শুকরিয়া ও দোয়া করাই মুমিন মুসলমানের একান্ত কাজ। কিন্তু হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের উপর ঘটে যাওয়া সব বিপদের পর তিনি যখন পুনরায় বাবা-ভাইদের সঙ্গে মিলিত হলেন তখন তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছিলেন। যা মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিরে জন্য কোরআনুল কারিমে তুলে ধরেছেন। এমন সফলতা পেলে এই দোয়াটি হতে পারে সবার জন্য অনুকরণীয়-
فَاطِرَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۟ اَنۡتَ وَلِیّٖ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ۚ تَوَفَّنِیۡ مُسۡلِمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ
উচ্চারণ : ‘ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আংতা ওয়ালিয়্যি ফিদদুনইয়া ওয়াল আখিরাতি তাওয়াফফানি মুসলিমাওঁ ওয়া আলহিক্বনি বিস-সালিহিন।’
অর্থ : (হে) আসমান ও জমিনের স্রষ্টা! আপনিই দুনিয়া ও আখেরাতে আমার কার্যনির্বাহী অভিভাবক। আমাকে পূর্ণ আনুগত্যশীল অবস্থায় দুনিয়া থেকে উঠিয়ে নিন এবং আমাকে পরিপূর্ণ নেক বান্দাদের অন্তর্ভুক্ত রাখুন।’