![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/01/print/photos/Untitled-15-samakal-61d1e6e3e7fd3.gif)
ন্যায়বিচারে ব্যর্থ হলে গণতান্ত্রিক সভ্যতা পরাজিত হবে
সকল প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহতায়ালার। তিনিই কাউকে সম্মানিত কিংবা অসম্মানিত করার মালিক। মর্যাদা দেওয়া এবং নেওয়ারও মালিক। আমাকে বাংলাদেশের প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত করায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সকল কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম জানাচ্ছি দয়ার নবী রাসুল (সা.)-এর প্রতি।
আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি এই জাতিরাষ্ট্রের সফল স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা। আত্মার মাগফিরাত কামনা করছি বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যসহ কারান্তরালে শহীদ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলার ৩০ লাখ বীর সন্ততানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি দুই লাখ নির্যাতিত মা-বোনকে। বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের ও বাংলার সব মানুষকে, যাদের চরম ত্যাগ এবং অবর্ণনীয় দুর্দশার ফসল স্বাধীন বাংলাদেশ; আজকের স্বাধীন বিচার বিভাগ ও আমার জীবনের এই অভূতপূর্ব মুহূর্তগুলোর।
- ট্যাগ:
- মতামত
- ন্যায়বিচার
- পরাজিত
- গণতান্ত্রিক সভ্যতা