স্বপ্নভঙ্গের নানা এপিসোড

যুগান্তর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ০৯:১৪

মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন নিয়ে বাঁচে। সে তার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। স্বপ্ন দেখে বলেই মানুষ কাজকর্মে উৎসাহ পায়। স্বপ্ন না থাকলে মানুষ নিষ্প্রভ হয়ে পড়ে। নিরুৎসাহিত হয়ে পড়ে তার সব কাজকর্মে। বাংলাদেশে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে পারেন না। তারা স্বপ্ন দেখতে ভয় পান। বারবার স্বপ্ন ভেঙে পড়ায় তারা কাজকর্মে নিরুৎসাহিত হয়ে পড়ছেন। তবে কিছু অসৎ, দুর্নীতিবাজ মানুষের স্বপ্ন আছে। এদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরা সব সময় স্বপ্নে বিভোর। এরা বড় বড় স্বপ্ন দেখেন। সেসব স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেন। স্বপ্ন সফলও করতে পারেন। কারণ, তাদের হাত বড়। সব জায়গায় লোকজন আছে। আছে নেটওয়ার্ক আর টাকা। অনেক টাকা। সেই টাকার বর্ণ সাদা না কালো তা না বলাই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও