বিএনপির গন্তব্য কোথায়
একাধিকবার সরকার পরিচালনাকারী দল বিএনপির বর্তমান অবস্থা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে ঔৎসুক্যের অন্ত নেই। দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দলটির এখন যে ক্ষয়িষুষ্ণ অবস্থা, তা নিয়েও সর্বত্র আলোচনা। দলটির সচেতন নেতাকর্মীরা হতাশ দলের হাইকমান্ডের নেওয়া কতিপয় সিদ্ধান্তে। তারা ওইসব সিদ্ধান্তকে অশনিসংকেত হিসেবে দেখছেন। বিএনপি এখন রয়েছে ত্রিশঙ্কু অবস্থায়। একদিকে চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারকে রাজি করাতে পারছে না; অন্যদিকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য জেলা কমিটি পুনর্গঠন করতে গিয়ে পাকিয়ে ফেলছে তালগোল। ফলে সাংগঠনিক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বিভিন্ন জেলায়। আর এই তিন সংকট দলটিকে একেবারে চেপে ধরেছে বলা যায়। এসব সংকট মোকাবিলা করে বিএনপি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে অদৌ ফিরে আসতে পারবে কিনা- এ এক অন্তহীন প্রশ্ন।