আগত বর্ষে কেমন স্বদেশ চাই আমরা?
যা শুনি, যা বলা হয়, যা প্রচার—সেটা পজিটিভ বা নেগেটিভ যা-ই হোক না কেন, মূলত বাস্তবতা তেমনটি নয়। বিদেশে ধীরে ধীরে বেড়ে ওঠা পজিটিভ ইমেজের বাংলাদেশের সামনে অনেক পথ বাকি। সন্তোষ বা সেটিসফেকশন নিজেদের ব্যাপার। বাস্তবে যেতে হবে অনেক দূর। তাই প্রশ্ন জাগে, সত্যিকার অর্থে কেমন আছে বাংলাদেশ? কেমন আছে মানুষজন? আমরা যাঁরা দেশের বাইরে বসবাস করি, সেখানকার সমস্যাগুলো আমাদের জীবনপ্রবাহে আঘাত হানতে পারে না। তাই আমাদের দেখা স্বদেশ মায়া আর কল্পনার স্বদেশ। কিন্তু আকাশকে চ্যালেঞ্জ জানানো ইট-সুরকি-বালির ধোঁয়াওঠা উন্নয়নের আড়ালে কেমন আছেন আমাদের স্বজনেরা?
- ট্যাগ:
- মতামত
- অযৌক্তিক
- অপব্যাখ্যা
- প্রগতিশীলতা